রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫নং ওয়ার্ডের আক্কেলপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম খট্টু ও সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি রুহুল আমিন খবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগন জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল ও জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর সদস্য সচিব জেসমিন বেগম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৩১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ সামসুল হক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন. ২৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটুসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নব্য সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।