
বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি: দেশ বিরোধী বিএনপি জামায়াত নৈরাজ্য তান্ডব ও পুলিশের উপর হামলা এবং হরতাল অবরোধের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিন্নাতলী বাজারে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর মটর শ্রমিক লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শের আলী মিয়া, যুবলীগ নেতা লোকমান হোসেনসহ সালথা-নগরকান্দা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্যে সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সংবিধান অনুযায়ীই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যক্ষ ভোটে আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তিনবার ক্ষমতায় থেকে পদ্মাসেতু থেকে শুরু করে নদীর তলদেশে বঙ্গবন্ধুর ট্যালেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণসহ উন্নত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ, মাদরাসা, মসজিদ নির্মাণ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। তিনি আরও বলেন, নৌকা মার্কার কোন বিকল্প নাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই। তাই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে নৌকা মার্কায় ভোট দিবো।
তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে উপস্থিতি সকলের প্রতি আহ্বান জানান।