sliderস্থানীয়

নকলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুজন মিয়া, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত আজিম উদ্দিন (অজি) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি)সকাল ৭টার দিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (অজি)’র বাড়ির আঙ্গীনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও এঘটনায় আফরোজা আক্তার নামে আরও এক নারী আহত হয়েছেন ।

পুলিশ জানায়, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন নারীকে আটক করা হয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button