sliderস্থানীয়

নওগাঁ-১ আওয়ামীলীগের ৪ জন দলীয় মনোনয়ন উত্তোলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে এ পর্যন্ত বর্তমান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারসহ ৪ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ত্র উত্তোলন করেছেন।
মনোনয়ন বিতরণের দলীয় ঘোষণার পর মনোনযন প্রত্যাশীরা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিয়ম মেনে মনোনয়ন পত্র উত্তোলন করেন তারা।
এ পর্যন্ত যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের বর্তমান সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের ২৮ বছরের সাবেক সভাপতি প্রবীন রাজনীতিবিদ মরহুম আলহাজ¦ এনামুল হকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চন্দননগর ইউনিয়নে ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা ও পোরশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও আইন বিষয়ক সম্পাদক, পোরশা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সদস্য ও নওগাঁ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন।
তারা সকলেই নিজেদের যোগ্য মনে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধানের কাছে নৌকা র্মার্কা প্রত্যাশা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button