Uncategorized

নওগাঁ, সাপাহারে আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক-১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে আরও চারটি চোরাই মোটরসাইকেল সহ মোঃ জিএম আলী (৩৭) নামে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় দলের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। আটক জিএম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।
সোমবার বিকেল ৫ টায় সাপাহার থানা চত্ত্বরে এক প্রেস বিফিংএ সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার সাংবাদিকদের জানান, ২২ আগস্ট তিনটি মোটরসাইকেল সহ গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনা মোতাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নের্তৃত্বে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর তত্ত্বাবধানে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকাতপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে বাজাজ কোম্পানির ৩ টি ও হিরো গ্লামার কোম্পানির ১ টি সহ মোট ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক জিএম চোরাই মোটরসাইকেল কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে থাকে। সে একজন পেশাদার চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় দলের সক্রিয় সদস্য বলেও বিফিংএ জানানো হয়।
এসময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট অপর এক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে সাপাহার থানা পুলিশ। এনিয়ে মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করলো সাপাহার থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button