sliderস্থানীয়

নওগাঁয় ১৪ লাখ ভারতীয় জাল রুপিসহ আ’লীগ নেতা গ্রেফতার

মান্দা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) ও কারিয়াপ্পা চৌধুরী (৫৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)।

মান্দা থানা পুলিশ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় মঙ্গলবার বিকেল ২টার দিকে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে।

এ সময় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button