sliderস্থানীয়

নওগাঁয় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

কাজী কামাল হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৪) এবং ইসমাইল হোসেন (৪০) নামে দুই মাদক কারবারী আটক করেছে র‌্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এসি এবং সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৬কেজি ৫শ গ্রাম গাঁজা এবং একটি পিকআপসহ তাদেরকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার(০৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ আলু পট্টি মোড় এলাকায় স্বপ্ননীড় নামক বাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটক আনোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং ইসমাইল হোসেন একই উপজেলার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত ময়লন হোসেনের ছেলে।
র‌্যাব জানিয়েছে, আনোয়ার এবং ইসমাইল দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button