sliderস্থানীয়

নওগাঁয় তারেক রহমানের জন্মদিন ‍পালিত

নওগাঁ প্রতিনিধি : যুব-ঐক্য-প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় কেডির মোড় দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত ও কেক কেটে তারেক রহমানর জন্মদিন ‍পালন অনুষ্ঠিত।
নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,নওগাঁ জেলা যুবদলের সিঃ সহ-সভাপতি দেওয়ান ফারুক, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ সময় সঙ্গে নেতা-কর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ শ্লোগান দিয়ে তারেক রহমানেরর ৫৬ তম জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানান।
সব শেষে তারেক রহমানের আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন,নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব মানিক খান।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। দীর্ঘ ১৩ বছর ধরে নিজ পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ২০০৭ সালের মার্চ মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেফতার করে। পরে ওই বছর সেপ্টেম্বর মাসে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য পরিবার নিয়ে লন্ডনে পাড়ি জমান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button