sliderখেলা

ধোনিদের আইপিএল শেষ করে দিলো হায়দরাবাদ

মুস্তাফিজদের কাছে হেরে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস দৃশ্যত আইপিএল থেকে বিদায় নিয়েছে। আর ৪ রানের ওই জয় নিয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে চলে এলো সানরাইজার্স৷ এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্টের সুবাদে দু’নম্বরে রায়নার গুজরাট লায়ন্স৷

মঙ্গলবার অ্যাডাম জাম্পার দুর্দান্ত ছ’উইকেট সত্বেও মঙ্গলবার পুণে চার রানে হেরে গেল হায়দরাবাদের কাছে৷ বিশাখাপত্তনমের ওয়াইএসআর রেড্ডি স্টেডিয়ামেই ধোনিদের আইপিএল নাইনের স্বপ্ন শেষ হয়ে গেল৷

এদিন হায়দরাবাদ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷এদিন বোলিংয়ে একাই কামাল করে দেন বছর চব্বিশের অজি লেগ স্পিনার জাম্পা৷ প্রথমে যুবরাজ সিং তার শিকার হন। তার পর একে একে উইলিয়ামসন (৩৩), মোয়েসেস এনরিকস, দীপক হুদা, নমন ওঝা ও সবার শেষ ভুবনেশ্বর কুমার। একাই শেষ করে দিলেন হায়দরাবাদের ইনিংস৷

নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৭ রান স্কোরবোর্ডে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার ওয়ার্নার (১১) ও শিখর ধাওয়ানকে (৩৩) তুলে নিয়েছিলেন আরপি সিং ও অশ্বিন। এর পরের বাকি কাজ করে দিলেন জাম্পা। ৪ ওভারে ১৯ রান দিয়ে নিলেন নিলেন ছ’উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ধোনির পুনে এই রানও তুলতে পারল না৷জেতার জন্য শেষ এক বলে চার রান প্রয়োজন ছিল৷ কিন্তু সেটা আর হয়নি৷ ১৩৩ রানে আট উইকেট হারিয়ে শেষ হয়ে যায় পুনের ইনিংস৷
এদিনও আশিস নেহরা দারুণ ফর্মে বল করলেন৷ তুলে নিলেন তিনটি উইকেট৷ ধোনিদের দলে ও এই ম্যাচের সবচেয়ে বেশি রান করেন জর্জ বেইলি৷৪ ০ বলে ৩৪ করেন তিনি৷
পুনের ব্যাটসম্যানরা যেন পণ করেই নেমেছিলেন আর যাই হোক মুস্তাফিজকে উইকেট দেয়া যাবে না। কিন্তু তাকে নিয়ে বেশি মাথা ঘামাতে গিয়ে আসল কাজ করে দিয়েছেন আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার ও বারিন্দ্রর স্রানরা।

Related Articles

Leave a Reply

Back to top button