sliderস্থানীয়

ধামরাইয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক আটক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নবী নূর (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক নবী নূর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার মো. হান্নানের বাড়ির ভাড়াটিয়া।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রীর মা ধামরাই উপজেলার একটি কারখানায় চাকরি করেন এবং বাবা জীবিকা নির্বাহের জন্য গতকাল রোববার সকালে বাসা থেকে বের হয়ে যায়। এ সুযোগে ওইছাত্রীকে বাসায় একা পেয়ে নবী নূর তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হলে মেয়ের মাকে পাশের বাড়ির লোকজন খবর দেয়। এরপর মেয়ের মা ধামরাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে বিকেলেই পুলিশ অভিযুক্ত নবী নূরকে আটক করে।
মেয়ের বাবা বলেন, আমার মেয়ের সর্বনাশকারীর ফাঁসি চাই।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক নবী নূরকে আটক করা হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হবে। আর ধর্ষণের শিকার ছাত্রীকেও মেডিকেল পরীক্ষা করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button