sliderস্থানীয়

ধামরাইয়ে সাবেক মন্ত্রীর কারখানায় ডাকাতি, ২০ লাখ টাকার মালপত্র লুট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের মালিকানাধীন ফুড এন্ড বেভারেজ কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জেনারেটর, ক্যাবল, কম্পিউটার, ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়েছে। শুক্রবার দিনগত রাত ২ টার দিকে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাবরাইল এলাকায় বিডি থাই ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ধামরাইয়ের পাবরাইল এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মালিকানাধীন বিডি থাই ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি কারখানার দেয়াল টপকে মুখোশ পরিহিত একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে কারখানার জেনারেটর, ক্যাবল (৪০০আরএম), অফিসের ল্যাপটপ, তিনটি কম্পিউটার, কয়েকটি মোবাইল ফোনসেট, ১০টি ব্যাটারিসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল।

কারকাখানার জিএম মোঃ জাকারিয়া জানান, ২০-৩০জনের ডাকাতদল কারখানার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে মারপিট করে প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ডাকাতি নয়, চুরি হয়েছে বলে শুনেছি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button