sliderস্থানীয়

ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের মৃত্যুবার্ষিকী পালিত

মোকলেছুর রহমান, ধামরাই প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল ও কলেজের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ গভর্নিং বডি’র সভাপতি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক।

বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অত্র কলেজের সাবেক অধ্যক্ষ এমএ জলিল, উপজেলা বিএনপির আরেক সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, ঢাকা জেলা জামায়েতের নায়েবে আমির কাজী আব্দুল রউফ, ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিন, ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, নবযুগ কলেজের অধ্যক্ষ নিয়ামুল কবির, ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আতাউর রহমান খান ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। তিনি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তরকালে সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাবশিষ্য হিসেবে পরিচিত আতাউর রহমান খানের রাজনীতি জীবনের সূত্রপাত ঘটে মুসলিম লীগের মাধ্যমে। ১৯৪৬ সালে তিনি অবিভক্ত মুসলিম লীগের অন্যতম সহসভাপতি নির্বাচিত হন। মহান ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম কমিটির আহব্বায়ক ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্টের সংসদীয় দলের নেতা এবং পূর্বপাকিস্তানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর এরশাদের শাসনামলে তিনি নয় মাস
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আতাউর রহমান খানের লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে,‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’, ‘ওজারতির দুই বছর’, ‘স্বৈরাচারের দশ বছর’ ও ‘অবরুদ্ধ নয় মাস’।

Related Articles

Leave a Reply

Back to top button