sliderস্থানীয়

ধামরাইয়ে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৭

ধামরাই (ঢাকা)প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে আব্দুর রাহীম (৩২) নামে এক বেকারীর শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালের দিকে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা আক্তার বেকারীর মালিক রায়হানসহ সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত আব্দুর রাহীম ব্রাক্ষণবাড়িয়া থানার মরহুম শাহ আলমের ছেলে। নিহত রাহীম ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার সিফাত বেকারিতে দীর্ঘদিন ধরে কর্মরত ছিল বলে জানা গেছে।

গ্রেফতার আসামিরা হলেন সিফাত বেকারীর মালিক রায়হান, শ্রমিক মো: সোহাগ মিয়া, নয়ন মিয়া, সিয়াম হোসেন, লিপন হোসেন, চন্নু মিয়া ও মনোয়ার হোসেন মুন্নু।

জানা গেছে, নিহত আব্দুর রাহীম পৌর শহরের ইসলামপুরে সিফাত বেকারিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তেল চুরির অপবাদ দিয়ে আব্দুর রাহীমের সাথে বেকারির অন্য শ্রমিকদের সাথে ঝগড়া হয়। এ ঘটনায় বেকারীর কয়েকজন শ্রমিক মিলে আব্দুর রাহীমকে মারধর করে। পরে আহত অবস্থায় রাহীম বেকারীর ভেতরেই মারা যান। এ ঘটনার পর পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী হালিমা আক্তার বলেন, ‘আমার স্বামীকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিফাত বেকারির মালিক রায়হানসহ সাত থেকে আটজন মিলে মারধর করে হত্যা করেছে। বেকারির স্টাফদের বাথরুমে পড়ে ছিল আমার স্বামীর লাশ।’

নিহতের শ্যালক ইউসুফ আলী বলেন, ‘বিচারের কথা বলে আমার ভগ্নীপতিকে ডেকে নিয়ে গেল কিন্তু ফেরত পেলাম লাশ।’

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহত রাহীমের স্ত্রী ধামরাই থানায় মামলা করেছেন। আমরা অভিযান চালিয়ে সাতজন আসামিকে আটক করেছি।’

Related Articles

Leave a Reply

Back to top button