ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বালিয়া বাসস্টান্ডে আমতা বালিয়া ও চৌহাট ইউনিয়ন বিএনপি এসভার আয়োজন করেন। এতে ধামরাই যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান খান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ প্রমুখ।