sliderস্থানীয়

ধামরাইয়ে ‌ব্রিটিশ আমলের পিলার উদ্ধার, দেখার জন্য এলাকাবাসীর ভিড়

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পুরাতন ভিটা বাড়ির মাটি কাটার সময় ব্রিটিশ আমলের একটি
পিলার উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের বাবু লাল দাসের পুরাতন ভিটা বাড়ির মাটি খোড়ার সময় ওই পিলারটি পাওয়া যায়। পিলারটি দেখার জন্য ওই বাড়িতে এলাকার শত শত মানুষ ভিড় করে। পরে পিলারটি গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। তবে পিলারটি ধাতব পিলার না অন্য কিছুর তৈরি তা পরীক্ষা করার পরই বলা যাবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ জানিয়েছেন।

বাবু লাল দাস জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়ির পাশেই পুরনো ভিটা বাড়ি থেকে মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় মাটির নিচে একটি পিলারটি পাওয়া যায়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ইমান আলী জানান, খবর পেয়ে আমিও পিলারটি দেখার জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। পিলারটি ধাতব না অন্য কিছুর তৈরি তা বুঝতে পারিনি। গোলাকার পিলারটির দৈর্ঘ্য অনুমানিক আড়াই ফুট ও এক ফুট ব্যাস বিশিষ্ট। পিলারটির এক দিক চোখা আকৃতির
অপরদিকে ত্রিভুজ আকৃতির। পিলারের গায়ে লেখা রয়েছে- ডিএস। এতে ধারণা করা হচ্ছে, এটি ব্রিটিশ আমলে নির্মিত।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদের নির্দেশে পিলারটি গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ বলেন, পিলারটি ধাতব পিলার না অন্য কিছুর তৈরি তা পরীক্ষা করার পরই বলা যাবে। ধারণা করা হচ্ছে, এটি বৃটিশ আমলে জমির সীমানা নির্ণয় ও বজ্রপাত ঠেকাতে চুম্বক গুণ সমৃদ্ধ যে পিলারগুলি মাটিতে পোতা হয়েছিল তেমন কিছু হতে পারে। তবে বিষয়টি
উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button