মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও দলকে সু-সংগঠিত করার লক্ষে ঢাকার ধামরাইয়ে
বিএনপি ও যুবদলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের নিজ বাস ভবন চত্ত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কালামপুর এলাকার সহ¯্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন।
সমাজসেবক গোলাম মেরাজ ফিরোজের সভাপতিত্বে উঠান বৈঠকে বিএনপি, যুবদল ও ছাত্রদলকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আরও সু-সংগঠিত করার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ
এমএ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, যুবদল নেতা মনিরুল ইসলাম, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম কন্ঠু, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।
বৈঠকে উপস্থিত কর্মী-সমর্থকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বিএনপির মনোনয়ন পেলে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য অঙ্গীকার করেন।