ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঢাকার ধামরাইয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের এএসআই আব্দুস সোবহানসহ ২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে পুলিশ বিএনপি’র ৩ কর্মীকে আটক করে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা বিএনপি’র সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে ২০০-৩০০ নেতাকর্মী কালামপুর-সাটুরিয়া সড়কের কালামপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলের খবর পেয়ে ধামরাই থানার এএসআই আব্দুস সোহানসহ কয়েকজন কনস্টেবল পুলিশের পিকআপ ভ্যানে কালামপুর বাজারে উপস্থিত হন। একপর্যায় পুলিশ বিএনপি’র মিছিলে বাধা দেন এবং দুই কর্মীকে আটক করেন। এ সময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের নেতৃত্বাধীন অপর একটি গ্রুপ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একই স্থানে মিছিল বের করেন। একপর্যায়ে বিএনপি’র দুই গ্রুপের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনার পরই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি’র ৩ কর্মীকে আটক করে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আহত পুলিশের এএসআই আব্দুস সোবহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও হামলাকারীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। উপজেলা বিএনপি’র সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।