ধামরাই (ঢাকা) প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামী লীগের ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় আর নির্যাতনে জর্জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে বিএনপি, যুবদল ও ছাত্রদল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ এসব কথা বলেন।
বিএনপি নেতা এস মোহাম্মদ হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন, সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ খান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, আরেক সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল প্রমূখ।
সভায় ইয়াছিন ফেরদৌস মুরাদ আরও বলেন, গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি করেন তিনি।