ধামরাই প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে ধামরাইয়ের সানোগা ইউনিয়নে শোলধন মাদ্রাসা মাঠে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। আজ শুক্রবার বিকালে শোলধন মাদরাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে। এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা আরো কয়েক বছর আগেই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা করেছিলেন।
মুরাদ বলেন, রাতের ভোটের স্বৈরাচার সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের দাবিয়ে রাখতে পারেনি। তাই ধামরাইতে কেউ সম্প্রতির বন্ধন নষ্ট করতে পারবে না।
ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-স্থানীয় বিএনপি নেতা এম এ জলিল, খন্দকার আইয়ুব, আসিফুর রহমান খান মিলন, সুনীল সাহা, মনির হোসেন ইসমাইল হোসেন সুমন।