ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ এবং খালের জমি দখল করে নির্মাণ করা বহুতল মার্কেটসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী লোকজন দীর্ঘদিন ধরে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের ও খালের জমিতে বহুতল মাকের্টসহ অর্ধশতাধিক দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিল। ওইসব জমি ছেড়ে দেওয়ার জন্য মাস খানেক আগে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী ব্যবসায়ীদের জানিয়ে দেন। এরপরই মঙ্গলবার দুটি এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। এসময় উদ্ধার করা ৭০ শতাংশ জমি ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফায় সতর্ক করা হয়েছে। কিন্তু তারা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ কালামপুর বাজারে আরও যেসব অবৈধ স্থাপনা রয়েছে তাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, পল্লীবিদ্যুৎ ও ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তারা।