sliderস্থানীয়

ধামরাইয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আবুল কাসেম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে ধামরাইয়ের কিশোরীনগর বিলে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা পূর্বপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে।

সুতিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ী আবুল কাসেম তার ছেলেসহ চারজনে মঙ্গলবার বিকেলে কিশোরীনগর বিলের পুকুরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আবুল কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশে থাকার অপর তিনজনসহ অন্যরা তাকে উদ্ধার করে আলাদীন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button