ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রহমান (৫০) নামে এক দলিল লেখককে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। রোববার রাত ১০টায় ধামরাইয়ের যাদবপুর পূর্বপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ৯ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে, ধামরাইয়ের যাদবপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান ঢাকার তেজগাও সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে চাকরি করেন। রোববার অফিস শেষে রাত ১০টায় ধামরাইয়ের ধানতারা বাজারে গাড়ি থেকে নেমে হেটে নিজ বাড়ি যাওয়ার সময় জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের খোরশেদ আলম, রাসেল, সাব্বিরসহ ৮-৯ জনে রামদা, লাঠিসোটা নিয়ে দলিল লেখক আব্দুর রহমানকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তার ডাকচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী
এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত আব্দুর রহমানের ভাই আলমগীর হোসেন জানান, হামলাকারীরা তার ভাইয়ের হাত-পা ভেঙে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।