sliderস্থানীয়

ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে মাহাবুব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক বজলুর রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত মাহাবুব হোসেন ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালি গ্রামের আব্দুল বারেক বেপারীর ছেলে এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামের ভাতিজা। আর আটক ঘাতক বজলুর রহমান ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার মৃত জুলমত আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্বর্ণখালি গ্রামের মাহাবুব হোসেন ও আইঙ্গন এলাকার বজলুর রহমান বংশী নদীর আইঙ্গন ব্রিজের পাশে চটপটি খেতে যায়। এসময় আগে-পরে চটপটি খাওয়াকে কেন্দ্র করে বজলুর রহমান এবং মাহাবুব হোসেনের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায় মাহাবুব হোসেনকে কিলঘুষি মারতে থাকে। এতে মাহাবুব হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাহাবুব হোসেনের মৃত্যুর খবর পেয়ে স্বর্ণখালি ও শরীফবাগ এলাকার কয়েকশ লোক আইঙ্গন এলাকায় বজলুর রহমানকে তার বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

রাত ১০ টায় ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘাতক বজলুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button