sliderস্থানীয়

ধামরাইয়ে কলেজছাত্র গুলিবিদ্ধের ঘটনায় দুটি পিস্তল উদ্ধার, কেউ গ্রেপ্তার হয়নি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে আকাশ সরকার (২০) নামে অনার্স প্রথমবর্ষের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের রোয়াইল গ্রামের আমিনুর রহমানের বাড়ির উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল দুটি উদ্ধার করা হয়। এরআগে গত মঙ্গলবার রাত ১২টায় (থার্টি ফার্স্ট নাইটে) ধামরাইয়ের রোয়াইল গ্রামের স্বপন সরকারের বাড়িতে বর্ষবরণ অনুষ্ঠানে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে শুক্রবার পর্যন্ত অস্ত্র উদ্ধার এবং গুলি বর্ষণের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গুলিবিদ্ধ আকাশ সরকারের বাবা প্রতুল সরকার জানান, বৃহস্পতিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার ছেলের অস্ত্রোপাচার করে গুলি বের করা হয়েছে। তবে তার অবস্থা এখনো শংঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানিয়েছেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গুলি বর্ষণের ঘটনাস্থলের পাশেই আমিনুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে দুটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতুল সরকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রাব্বি খান ও ফয়সাল নামে দুই যুবককে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরার জন্য চেষ্টা
চলছে বলেও ওসি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button