
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ঢাকা-২০ (ধামরাই) আসনে একটি ইউনিয়ন থেকেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আপন দুই ভাই, আপন ভাই-বোন, চাচা-ভাতিজীসহ আটজন। এছাড়াও ধামরাই উপজেলা থেকে আরও চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা সোম ও রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর রোববার থেকেই কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগও করছেন বলে জানা গেছে। একটি ইউনিয়ন থেকেই আটজন মনোনয়ন প্রত্যাশী নিয়ে পুরো ধামরাইয়ে চলছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-২০ আসনে (ধামরাই) আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কুশুরা ইউনিয়নের আটজনের মধ্যে বর্তমান সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, তাঁর আপন ছোট ভাই ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, তার আপন চাচা কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা. মোখলেস উজ জামান হিরো, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, তার আপন বোন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য ড. নীরু কামরুন নাহার ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক মনোয়ার হোসেন।
এছাড়া ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আলিম খান সেলিম, আরেক সহসভাপতি মিজানুর রহমান প্রমূখ।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পরই অনেকই এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া চেয়ে গণসংযোগ করছেন বলে জানা গেছে।
পৌর মেয়র গোলাম কবির বলেন, আমরা অনেকেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে দলীয়ভাবে যাকে মনোনয়ন দেবেন আমরা তাঁর সঙ্গেই কাজ করে যাব।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য বেনজীর আহমদ পুনরায় মনোনয়ন পেতে যাচ্ছেন বলে এলাকায় প্রচার উঠেছে। এছাড়া দলীয় মনোনয়ন না পেলেও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে তার অনুসারীদের সূত্রে জানা গেছে।
এদিকে সোমবার ধামরাই উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন ও ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।