slider
ধামরাইয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুধীর চৌধুরী বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শোডাউন করেছে। বৃহস্পতিবার বিকেলে কুশুরা খেকে শুরু করে ধামরাইয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় সকলের কাছে তিনি হেলিকপ্টার মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি জানান, ভোটে আমার জয় নিশ্চিত জেনে একটি মহল যড়যন্ত্র করছেন এবং বলছেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমার ব্যাপক জয়প্রিয়তা রয়েছে আমি কেন ভোট থেকে সরে যাব। এটা একটি গুজব। আমি নির্বাচনে আছি থাকবো।
তার কর্মী সমর্থকরা জানান, ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিন্দ্বিতা করছেন। আর এ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৬১ হাজার ১৪৭।