sliderস্থানীয়

ধামরাইয়ের সাবেক পৌর মেয়র ৩ দিনের রিমান্ডে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ধামরাই থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-১। পরে সন্ধ্যায় তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনদিনের রিমান্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন
বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদ, সদ্য অপসারিত ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। এরপরই পৌর মেয়র গোলাম কবির আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button