ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের সুঙ্গর এলাকায় ধলেশ^রী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
করায় দুটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কয়েক হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা দৌড়ে
পালিয়ে যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের সুঙ্গর এলাকায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ধলেশ^রী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। এতে কৃষকের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙ্গণের মুখে পড়ে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, গত কয়েকদিন ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার ও পাঁচটি এক্রাকেভেটর (খনন যন্ত্র) জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হলেও তারা থামেনি। তাই গতকাল শনিবার অভিযান চালিয়ে আরও দুটি ড্রেজার জব্দ এবং বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। বালু লুটকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।