sliderস্থানীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ধামরাই প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আনোয়ার (৩৫) নামে এক যুবক। নিহত ট্রাকচালকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

ধামরাই ফায়ার সার্ভিসের অফিসার সোহেল রানা জানায়, ঘটনাস্থল থেকে নিহতকে উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। আহতকে ধামরাই ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, বই ভর্তি ট্রাকটি ফুটওভার ব্রিজটির পিলারের সাথে প্রচন্ডভাবে ধাক্কা লাগায় ফুটওভার ব্রিজটি বর্তমানে ঝুকিপূর্ণ হয়েছে। তাই ব্রিজের পিলারটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Back to top button