slider

ধামরাইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন

ধামরাইপ্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাদের স্মৃতিরক্ষায় তার নামে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক এ রাস্তার কাজ উদ্বোধন করেন।

রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ মিয়া প্রমুখ। উদ্বোধন শেষের দোয়া অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসন জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক হতে কান্দিকুল পর্যন্ত একটি এবং অপরপাশে আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরো একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। এ রাস্তা দুটোর কাজ সম্পন্ন হলে এ এলাকার জনদুর্ভোগ নিরসন হবে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে এ রাস্তা দু’টির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button