ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে একটি মাইক্রোবাসে গ্যাস সরবরাহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৫০)। তিনি গ্যাস গ্রহণকারী মাইক্রোবাসের চালক ও মালিক। তার বাড়ি উপজেলার ধাইরা গ্রামে। তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফারুক হোসেন সিএনজি গ্যাস নেওয়ার জন্য ধামরাই ফিলিং স্টেশনে আসেন। গাড়ির গ্যাস সিলিন্ডারে নজেল ঢোকানোর কিছুক্ষণ পরেই বিকট আওয়াজ করে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আশপাশের বেশ কয়েকটি গাড়িরও ক্ষয়ক্ষতি হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজন উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফারুক হোসেন নামে একজন নিহত হয়েছেন।