sliderস্থানীয়

ধামইরহাট সরকারি এম এম কলেজে ছাত্রলীগের উদ্যোগে বিদায়-বরণ অনুষ্ঠান

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর সকাল ১০ টায় কলেজ মাঠে ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সকল সংগ্রামে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য, করোনা-মহামারি সকল দুর্যোগে ও বিপদকালীন সময়ে ছাত্রলীগ নিবেদিক প্রাণ হয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে নজির স্থাপন করেছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, ওসি মোজাম্মেল হক কাজী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, বিশেষ বক্তা জেলা ছাত্রলীগের সম্পাদক আমানুজ্জামান শিউল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সহ-সভাপতি রাজু ইসলাম, আবু জায়েদ রাশেদ, মেহেরুল ইসলাম, রিভার হোসেন, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, রকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক এ.কে নোমান, রাজিব হোসেন, মোরছালীন ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩ টায় নষ্টনীড় ব্যান্ডের শিল্পীদের উপস্থাপনায় ও মীরাক্কেল খ্যাত তানভীর সরকারের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button