sliderস্থানীয়

ধামইরহাটে শিক্ষা অফিসারের উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরে একমাত্র স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার, দিয়েছেন শিক্ষার্থীদের বিশেষ দিক নির্দেশনা। 
১৩ ডিসেম্বর বেলা ১১ টায় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান ধামইরহাটের এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের চৌকষ প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন। এ সময় জেলা শিক্ষা অফিসার এসেম্বলীতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজ স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা, সুষ্ঠু পরিবেশ, বার্ষিক ও বোর্ড পরীক্ষার ফলাফল ও উল্লেখযোগ্য পরিমান জিপিএ-৫ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সব শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষ (আম গাছের চারা) রোপন করেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। এ সময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আবু সাঈদ, ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, রবিউল ইসলাম, ইলিয়াস মার্ডি, দানিয়েল পূর্তি, নাদিরা পারভীন, আব্দুর রউফসহ সকল শিক্ষাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Related Articles

Leave a Reply

Back to top button