ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তুরের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিলও আলিম পর্যায়ের মাদরাসা শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।
ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক স্তুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ইদ্রিস আলী, সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুস সোবাহান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, বেলঘরিয়া দাখিল মাদরাসার সুপার আফজাল হোসেন, কাশিপুর দাখিল মাদরাসার সুপার মোজাম্মেল হক, জগদল ফারাজিয়া দাখিল মাদরাসার সুপার নজরুল ইসলাম, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। সবশেষে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।