sliderস্থানীয়

ধামইরহাটে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সাথে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে ২দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, জেলা সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, উপজেলা বনবিট কর্মকর্তা মো. আনিছুর রহমান, উমার ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, ওসি মোজাম্মেল হক কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় পরিবেশবান্ধব ইকোট্যুরিজম, পরিবেশ সংরক্ষন, জলবায়ু পরিবর্তন অভিঘাতসহ জাতীয় উদ্যান এবং সামাজিক বনায়ন এর গুরুত্ব সম্পর্কে বক্তারা আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button