slider

প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার আলতাদিঘী জাতীয় উদ্যানে গাছ রোপন করেন

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে শোভাবর্ধনকারী গাছের চারা রোপন করা হয়েছে। ১৭ জুলাই বিকেল সাড়ে ৫ টায় জাতীয় উদ্যান এলাকায় পর্যটক আকর্ষণকারী কৃষ্ণচুড়া,বকুল, পলাশ, সোনালী,কাঞ্চন ফুলের গাছসহ ডেওয়া, মহুয়া গাছের চারা রোপন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী আলতাদিঘীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। গাছের চারা রোপনকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আসমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান, রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, ওসি বাহাউদ্দিন ফারুকী, বনবিট অফিসার আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোজাম্মেল হক, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য ছানাউল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান জানান, আলতাদিঘী জাতীয় উদ্যানকে আরও পর্যটক আকর্ষন করতে দিঘীর চারিধারে ও গুরুত্বপূর্ণ স্থানে কাঠগোলাপ, চন্দ্রপ্রভা, থুজা, রঙ্গন, পরবী,মৌচন্দ্রা, চেরীফুল,জুই, বেলী, শিউলি ফুলের চারা রোপণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button