sliderস্থানীয়

ধামইরহাটে ধুমপান ও তামাক বিরোধী কর্মশালা

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ জুন দিন ব্যাপী উপজেলা তামাক নিয়ন্ত্রন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে ৪ টি গ্রুপে ধুমপান মুক্ত দেশ গড়তে গ্রুপ ভিত্তিক পরামর্শ প্রদান করেন। এতে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ জেসমিন আক্তার, উপজেলা তামাক নিয়ন্ত্রন কমিটির সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক আল জুবায়ের, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ধীমান দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন প্রমুখ। কর্মশালায় ধুমপান ও তামাকের ব্যবহার রোধে চারটি গ্রুপের পরামর্শ ঢাকায় প্রেরন করা হবে বলে ইউএনও আসমা খাতুন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button