sliderস্থানীয়

ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন তিনি। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদ হোসেন, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুুল, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Articles

Leave a Reply

Back to top button