sliderস্থানীয়

ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ দিবসের প্রেক্ষাপট এবং দূর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ছিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুবলীগ সভাপতি মো. জাবিদ হোসেন মৃদু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, যুব উন্নয়ণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button