sliderস্থানীয়

ধামইরহাটে আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে সাত দিন ব্যাপী মেয়েদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে এবং বলীয়ান নারীর আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
এসময় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাসরুফা জান্নাত মীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবীর, সমন্বয়ক ইশরাত জাহান, ফারহানা রহমান, শাকিল কবীর, ফারুক হোসেন সবুজ, সি.এন.সি প্রশিক্ষক মো. শাহাজান আলী সাজু, সহকারি জেরীন তাসমীণসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button