slider

ধান খাওয়ায় ছাগলকে পিঠিয়ে হত্যা : দুই সহদের বিরুদ্ধে মামলা

হেদায়তুল নয়ন,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ছাগলকে পিটিয়ে হত্যা ও ছাগলের মালিককে হত্যার উদ্যোশে মারপিটে গুরুত্বর আহত করার ঘটনায় দুই সহদরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন কৃষক কছিম উদ্দীন প্রামানিক। এরিপোট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির জিনইর গ্রামের কৃষক কছিম উদ্দীন প্রামানিকের গর্ভবতী ছাগল গত ২৬ নভেম্বর বিকেলে প্রতিবেশী বাচ্চুর জমির ধান খায়। ধানগাছ খাওয়াকে কেন্দ্র করে জমির মালিক বাচ্চুর অত্মীয় একই গ্রামের মমতাজ ফকিরের ছেলে মুনছুর রহমান ক্ষিপ্ত হয়ে ছাগলকে লাঠি দ্বারা মারপিট করতে করতে ছাগলের মালিক কছিম উদ্দীনের বাড়ীর খলিয়ানে আসে।
সেখানে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হলে বাদীর ছেলে মতিয়ার রহমানের পায়ে লাঠি দ্বার আঘাত করে জখম করে চলে যায়। এরজের ধরে গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৩ টার সময় বাদীর বড় ছেলে আতোয়ার রহমান বাড়ীর উত্তর পাশের্^ ধান জমি থেকে বাড়ী ফিরার পথে জিনইর ঈদগাহ মাঠের নিকট পৌছলে বিবাদীগন লোহার রড ও লাঠি নিয়ে আতোয়ারের পথ রথ করে হত্যার উদ্যোশে মারপিট করে গুরুত্বর আহত করেন। স্থানীয়রা আহত আতোয়ার কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়।
এদিকে মারপিটে আহত ছাগলটি দুইদিন পর মারাযায়। এঘটনায় ছাগলের মালিক কৃষক কছিম উদ্দীন বাদী হয়ে মারপিট ও ছাগলকে পিটিয়ে হত্যার অভিযোগে ্একই গ্রামের মমতাজ ফকিরের ছেলে মুনছুর ফকির ও ফজলুল ফকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ছাগলকে মারপিটে হত্যা ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের তৎপরা চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button