sliderআইন আদালতশিরোনাম

ধানমন্ডির সেই দুই শিশুর সম্পদের হিসাব বুঝিয়ে দেয়ার নির্দেশ

সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতি কাজী আদিয়ান নবী ও কাজী নাহিয়ান নবীকে তাদের পাওনা সম্পদের হিসাব দুই সপ্তাহের মধ্যে বুঝিয়ে দিতে চাচা রেহান নবীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই শিশুর ভরণ পোষণের জন্য চাচাকে ১ লাখ টাকা দিতে বলেছেন। এ বিষয়ে আগামী ২৮শে অক্টোবর আদেশের দিন ঠিক করেছেন আদালত। রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ৪ই অক্টোবর সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাবালক নাতিকে বাসায় ঢুকতে না দেয়ার ঘটনায় মধ্যরাতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ধানমন্ডি থানার ওসিকে শিশু দুই জনকে বাড়িতে ফিরিয়ে দিয়ে তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ও আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জানা গেছে, রাজধানী ধানমন্ডির একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবী। তার দুই সন্তান।
বড় ছেলে কাজী রেহান নবী ও ছোট ছেলে কাজী সিরাতুন নবী। গত ১০ই আগস্ট সিরাতুন নবীর কাজী সিরাতুন নবী দুই সন্তান রেখে মৃত্যুবরন করেন। এর আগেই শিশু দু’টির বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর শিশু দু’টি কিছুদিনের জন্য তার মায়ের কাছে যায়। এরপর মায়ের কাছ থেকে নিজের বাবার বাসায় ফেরার চেষ্টা করে শিশুরা। কিন্তু তাদেরকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেন শিশুদের আপন চাচা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী। কয়েকবারের চেষ্টা করেও শিশু দু’টি ওই বাসায় প্রবেশ করতে পারছিল না। বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হলে পুলিশের কথাও আমলে নেননি শিশুদের চাচা কাজী রেহান নবী। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৭১টিভিতে। আদালত বিষয়টি নজরে নিয়ে শিশু দু’টি ও মাকে বাসায় পৌছে দেয়ার ব্যাবস্থা করেন। মানবজমিন

Related Articles

Leave a Reply

Back to top button