
মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা : পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। নেত্রকোণা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শনিবার আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এ কথা বলেন।
সম্মেলনে নেত্রকোণা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এর সভাপতিত্বে পুলিশ সুপার, নারী ও শিশু আদালত ট্রাইবুন্যালের বিশেষ পাবলিক প্রসিকিউটর, জেল সুপার, পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন এর অতিরিক্ত পুলিশ সুপার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটগণ, জেলার সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রতিনিধি, জেলা বন কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা, জেলার সকল থানা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সমন জারী, গ্রেফতার ও ক্রোকী পরোয়ানা জারী, সাক্ষী উপস্থিতকরণ, আদালত চত্বরে নিরাপত্তা ও বিচারকের নিরাপত্তা, সময়মত মেডিক্যাল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ডি.এন.এ প্রতিবেদন প্রাপ্তি, মামলা দ্রুত নিস্পত্তি, জব্দকৃত আলামত নিস্পত্তি, পুলিশ রিমান্ড, ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপীল বিভাগের নির্দেশনা ও অন্যান্য আবশ্যকীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ তাঁর বক্তব্যে দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।