sliderরাজনীতিশিরোনাম

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, অর্থ পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ

গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে কলকারখানা গড়ে তোলা ও অর্থ পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির কারণে কৃষক—শ্রমিক—মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যেই সরকার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পায়তারা করছে। ভোটাধিকার হরণকারী এ সরকার ডামি ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনী ও ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। তাই তারা জনগণ নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করছে।

নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থ বিদেশে পাচারের ফলে দেশের শিল্পকারখানা স্থাপন হচ্ছে না। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে এনে পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button