শাহীন রাজা :আমরা সবাই এক। এক আত্মা। একটা দেশ। বাংলাদেশ। এই দেশটাকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা এই কাজটা যার, যার জায়গা থেকে সঠিক ভাবে পালন করি।
জ্ঞানের ব্যপ্তি যতোই থাকনা। এই জ্ঞানীদের দেশের মানুষের প্রতি মমত্ববোধ না থাকে। সঙ্কটকালে নিঃশব্দ থাকে। এ-ই দেশের মানুষের কাছে কোন মূল্য থাকে না। দলীয় কর্মীদের মতো আচরণ। কিংবা নিজ পছন্দের রাজনৈতিক আদর্শের দলের সকল অপকর্ম সঠিক বলে মনে হয়। তাদের জ্ঞান এবং কর্ম দেশের জন্য কতটুকুন উপযোগী ?
শত,শত মানুষের হত্যা। গুম। প্রতিবাদ করার জন্য মিথ্যা মামলায় গ্রেপ্তার। এবং কারাবাস। তারপরও নিঃশব্দ, জ্ঞান তাপস। এরা এক সুবিধা ভোগী গোষ্ঠী।
অথচ এরাই হাত তুলে আকাশের মেঘ ছোঁয়ার ছবি পোস্ট করে। পোষ্ট করে থরে, থরে খাবার সাজানো টেবিল। এবং অতীত গৌরবের নানা পোস্ট।
কিশোর উত্তীর্ণ যুবকের মৃত্য পুর্ব দেহ। পুলিশের গাড়ী থেকে রাজ পথে ফেলে দেয়া দেহ। একবারের জন্য কি বিচলিত করেনি !
আমি দেখেছি এ সম্পর্কে তাদের নিঃশব্দতা। এদের কেউ আবার আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার মুক্তিকামী মানুষের জন্য আর্তনাদ। কেউ আবার প্যালেস্টাইনে ইজরায়েলী সেনা হামলার, একের পর এক পোস্ট।
অথচ নিজ দেশে ঘাতকের বুলেটে যুবকের প্রাণহীন দেহ নিয়ে একটা শব্দও উচ্চারিত হয়নি তাদের! দুঃখ প্রকাশতো অনেক দুরের কথা !
দূর্নীতি বা টাকা পাচার এদের কাছে তেমন কোন বিষয় নয়।
এই লোকগুলোই অশ্রু জলে সিক্ত করছে স্বদেশ। প্রতি নিয়তই সভ্যতা আর সংস্কৃতির জ্ঞান দিচ্ছে। দিচ্ছে, ইতিহাসের দোহাই।
এ ধরনের লোকদের বিরুদ্ধে, কারো কাছে আমার নালিশ নেই। আমি আমার মতো করে সিদ্ধান্ত নেবো। এটা আমার জন্মগত অধিকার। এবং আমার এই অধিকার আমার সংবিধানে রক্ষিত আছে। সুতরাং তোমাদের বিদায়।
ইচ্ছে হলে তোমরাও আমাকে ত্যাগ করতে পারো। সে অধিকার-ও তোমার আছে। এবং আমি তোমার অধিকারকে সম্মান জানাই।
লেখক সিনিয়র সাংবাদিক