sliderবিবিধশিরোনাম

দ্বিমুখী গাড়ি!

ইন্দোনেশিয়ায় ৭১ বছর বয়সী গাড়ি মেকানিক রডি গুনাওয়ানের তিনজন ওয়েল্ডার-পেইন্টার ও কয়েকজন মেকানিকের সহযোগিতায় তিন মাসের প্রচেষ্টায় দ্বিমুখী গাড়ি বানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রডির গাড়ি দুই দিক দিয়েই চালানো যায়। এমন দ্বিমুখী অদ্ভুত গাড়ি এর আগে বিশ্বের কোথাও দেখা যায়নি।
বানদুংয়ের সিনিয়র ট্রাফিক পুলিশ কর্মকর্তা হিলমান রায়ালাসি বলেছেন, ওই গাড়িটি ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি ট্রাফিক আইন ভঙ্গ করেছে। এর মধ্যে রয়েছে রাস্তায় চলাচলের যোগ্যতা ও ট্রাফিক সিগন্যাল নিরাপত্তা। গাড়িতে রিভার্সের জন্য যে লাইট থাকার কথা ছিল সেটি নেই। তাছাড়া গাড়িটির আকৃতিটাও ঠিক না। গাড়িটিতে দুটি নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে। আর রয়েছে দুটি ভিন্ন গাড়ির আলাদা রেজিস্ট্রেশন নাম্বার।

Related Articles

Leave a Reply

Back to top button