প্রথম ম্যাচে হারের প্রতিশোধ বেশ ভালোভাবেই নিল ভারত। হারারেতে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে ধোনিরা জিতেছে ১০ উইকেটে, ৪১ বল হাতে রেখে। ফলে সিরিজটি ১-১-এ সমতা হলো। আগামী ম্যাচে হবে সিরিজের ফয়সালা।
সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে মাত্র ৯৯ রান করে ৯ উইকেটে। মুরের ৩১ ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোই। স্রাণ ৪টি, বুমরাহ ৩টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের বড় স্কোর গড়ার স্বপ্ন শেষ করে দেন।
জবাবে রাহুলের ৪৭ এবং মনদ্বিপ সিংয়ের ৫২ রানের সুবাদে সহজেই ম্যাচে জিতে যায় ভারত।