sliderস্থানীয়

দৌলতপুরে ২৭ জেলেকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ২৭ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউর রহমান এ দণ্ডাদেশ দেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ তাদের আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ২১ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ছয়জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
দৌলতপুর ইউএনও মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button