
দৌলতপুর প্রতিনিধি: সরকারি ভর্তুকিমূল্যের সার বেশি দামে বিক্রির অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর বাজারে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।
সার ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা কৃষি অফিসের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে মেসার্স এনায়েত ট্রেডার্স ও দিপু ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,যথাযথ নথি সংরক্ষণ না করা,সার মজুদ করা ও বেশি দামে সার বিক্রি করায় দায়ে এ জরিমানা করা হয়।
এসময় কৃষি অফিস সূত্র জানা যায়, দুটি প্রতিষ্ঠানে অনিয়মের সাথে জড়িত থাকায় জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



