sliderস্থানীয়

দৌলতপুরে মোবাইল কোর্টে জরিমানাসহ ড্রেজার ধ্বংস

শিবালয় প্রতিনিধি :মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা এলাকায় ড্রেজারে অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার ফিড পাইপ ও মেশিন সহ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসুনাল আলম।

জানাগেছে, দীর্ঘদিন যাবত একটি চক্র অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। যার ফলে নদীর পাড়ের বাড়ি ঘর ও ফসলি জমি ধ্বংস করে চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৯ (ডিসেম্বর) ও বুধবার (১৮ ডিসেম্বর) ২ দিন পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বৈন্যা এলাকা যমুনা নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে, বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইন অনুযায়ী মোবাইলকোট পরিচালনা করে ২ জনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার ফিড পাইপ ও মেশিন সহ ধ্বংস করা হয়েছে।

এরা হলেন,বৈন্যা গ্রামের অজগর আলীর ছেলে মোঃ হাবিবুল্লাহকে ২ লক্ষ টাকা ও হাতকোড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মোঃ সোনালীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গত দুই দিনে ২ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করে ।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসুনাল আলম বলেন, অবৈধভাবে একটি চক্র নদী থেকে বালু উত্তোলন করে ফসলী জমি সহ নদীর পাড়ের বাড়ি ঘর ধ্বংস করে চলছিল । আমরা গোপন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার ফিড পাইপ ও ব্যাবহিত মেশিন ধ্বংস করা হয় এবং বালু মহল আইন ২০১০ অনুযায়ী পরিচালনা করা হয়। আমাদের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button